শুক্রবার, ৩ জুন, ২০১১

যৌনকর্মী মা-বোন-মেয়ে-স্ত্রী?


যৌনকর্মী মা-বোন-মেয়ে-স্ত্রী?

আপনি কি আপনার মা বোন- মেয়ে - স্ত্রী- ভাগ্নী
কাউকেযৌনকর্মী হিসাবে দেখতে চান ?
এমন প্রশ্ন কাউকে করা হলে আশা করি তার উত্তর
আসবে : না পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন : তোমাদের 
দাসিরা সতীত্ব রক্ষা করতে চাইলে দুনিয়ার জীবনের 
সম্পদের লোভে তাদের ব্যভিচারিণী  হতে বাধ্য করো না 
 ( সুরা নূর ; ২৪ : ৩৩ )
 যারা যুদ্ধবন্দী ও ক্রীতদাসী ছিল , তাদেরকেও পতিতা 
বা ব্যভিচারের অবৈধ জীবন বেছে নিতে আল্লাহ নিষেধ 
করেছেন অথচ আজ মুসলিমপ্রধান বাংলাদেশে স্বাধীন 
নারীদেরকে পতিতা হতে উসাহ দেয়া হয় বিভিন্ন সভা
সেমিনারে অনেক বক্তা আছেন যারা পতিতাদের প্রতি 
সহানুভূতি ও ভালবাসার প্রকাশ ঘটাতে , সম্মান দেখিয়ে
তাদের পতিতা নয় বরং যৌনকর্মী বলেন , যেন এই কাজে 
যারা জড়িত তারা অন্য সব পেশার মানুষদের থেকে আলাদা 
কিছু না ও এটি একটি সম্মানজনক পেশা।আগে ঘোষণা দিয়ে
বলুন , আমার মা যৌনকর্মী , তাই আমি জানি না কে আমার 
পিতা ; বলুন : আমার স্ত্রী যৌনকর্মী , তাই আমি জানি না তার 
সন্তানের পিতা কে - আমি অথবা তার অসংখ্য পুরুষ সঙ্গীদের 
যে কেউ , তারপর না হয় পতিতাদের যৌনকর্মী বলুন
যে কাজে আপনিনিজের মা , বোন , স্ত্রীকে দেখতে চান না ,
সেই পেশায় অন্য একজনের মা মেয়েকে আসতে 
বলবেন না ।হ্যাঁ ,মানুষ হিসাবে পতিতা ও তাদের সন্তান 
অবশ্যই দেশের অন্য সব নাগরিকের মত শিক্ষা চিকিসা
ইত্যাদির সুযোগ লাভের অধিকার রাখেন ; কিন্ত্ত আমার প্রশ্ন 
হচ্ছে যারা তাদের প্রতি এই সহানুভূতি জানাচ্ছেন , তাদের আসল উদ্দেশ্য কী ? কেন তারা চান গরীব ঘরের অসহায় মেয়েরা
পতিতা হয়ে যাক ? তারা এটা বন্ধ করার কথা বলেন না বরং পতিতাদের অধিকার সংরক্ষণেরকথা বলেন ? আমি স্তম্ভিত হয়ে
যাই এ কিভাবে সম্ভব ? পতিতা হওয়া কোন মুসলমান নারীর 
অধিকারের মধ্যে পড়ে না । যারা পতিতাদেরকে যৌনকর্মী বলেন , তাদের অধিকারের কথা বলেন , তাদের প্রতি প্রশ্ন : 
আপনারা নিজেরা কি এই পেশায় জড়িত ? আপনি 
কি আপনার মা বোন- মেয়ে - স্ত্রী- ভাগ্নী কাউকে
যৌনকর্মী হিসাবে দেখতে চান ?
আপনার পরিবারের কোন পুরুষ যদি বিয়ে করতে 
চান , তবে কি আপনি পতিতা পল্লীর কোন নারী বা
তার মেয়েকে পাত্রী হিসাবে পছন্দ করবেন ? আপনি
কি জানেন কে আপনার পিতা ? ধরে নিচ্ছি জানেন 
; তাহলে আপনি কেন গরীব ঘরের অসহায় 
মেয়েদের বলছেন তোমাদের সন্তানের
পিতৃ-পরিচয়ের দরকার নেই বা তোমার বাচ্চার 
পিতা কে এটা না জানলেও তোমার বা তোমার 
বাচ্চার চলবে ?আপনি আপনার পিতার নাম জানেন ,
আপনি নিজের বাচ্চাকে শেখাচ্ছেন কে বাবার নাম ,
দাদার নাম ; তাহলে কেন অসংখ্য শিশুকে আপনি এই 
দুনিয়ায় আনতে চান যারা কোনদিনও জানবে না 
বাবার নাম পরিচয় ? আসুন , পতিতাদেরকে মানুষ
হিসাবে তাদের সত্যিকারের অধিকার দেই : আল্লাহ যে পেশা
নিষিদ্ধ করেছেন , সেই পেশা থেকে সরিয়ে এনে 
পরকালের আগুনের হাত থেকে তাদেরকে বাঁচানোর
চেষ্টা করি পেশা হিসাবে পতিতাদের কাজকে 
স্বীকৃতি দিয়ে খামোকা তাদেরকে দোযখের আগুনের
দিকে আর নাই বা ঠেলে দিলেন

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews