শুক্রবার, ৩ জুন, ২০১১

সংবাদপত্র ও ম্যাগাজিন

সংবাদপত্র ও ম্যাগাজিন

চট্টগ্রাম পত্রিকা

দৈনিক আজাদী

দৈনিক পূর্বকোণ
 

দৈনিক বাংলা পত্রিকা

* আমাদের সময়
 
* আমার দেশ

 
* ই-প্রথম আলো

 
* ইত্তেফাক

 
* ইনকিলাব

 
* জনকন্ঠ

 
* ডেসটিনি

 
* দেশ বাংলা

 
* নয়া দিগন্ত

 
* প্রথম আলো

 
* ভোরের কাগজ

 
* মানবজমিন

 
* যায়যায়দিন

 
* যুগান্তর

 
* সংগ্রাম

 
* সমকাল

 
* সংবাদ

 
* দিনকাল

 
*কালের কণ্ঠ 


অনলাইনে বাংলা সংবাদ

* আই.এস.বি
 
* আর.টি.এন.এন

 
* ই.এস.বি নিউজ

 
* ইউকে বিডি নিউজ

 
* ডয়চে ভেল

 
* দি এডিটর

 
* বেঙ্গলী টাইমসঃ কানাডা থেকে প্রকাশিত সাপ্তাহিক

 
* নিসর্গ

 
* নোয়াখালী ওয়েব

 
* নতুন দেশ

 
* পুরাতন খবর

 
* ফোকাস বাংলা

 
* বিডি নিউজ

 
* বিডি লিড নিউজ

 
* বিবিসি বাংলা

 
*ভয়েস অফ আমেরিকা

 
* যুক্তরাজ্যের বাঙালী


অন্যান্যঃ

* অন্যন্যা
 
* একতা

 
* কালি ও কলম

 
* তারকালোক

 
* ভ্যানগার্ড

 
* মেঘবার্তা

 
* রহস্য পত্রিকা

 
* সরগম


সাপ্তাহিক বাংলা পত্রিকা

* সাপ্তাহিক ২০০০
 
* মহাকাশ সংবাদ

 
* আমোদ

 
* খবরের অন্তরালে

 
* এখন সময়

 
* সোনার বাংলা

 
* বাংলা পোস্ট


বাংলা ম্যাগাজিন

* উন্মাদ
 
* রহস্য পত্রিকা

 
* এখন

 
* মাসিক মদিনা

 
* কম্পিউটার জগ

 
* আনন্দ আলো

 
* কম্পিউটার বার্তা

 
* অন্যদিন

 
* অনন্যা

 
* প্রিয় বাংলা

 
* আত-তাহরীক

 
* অভিবাস


পশ্চিম বাংলার পত্রিকা

* অবসর
 
* আকাশ দীপ

 
* আকাশদীয়া

 
* আজকাল

 
* আনন্দবাজার

 
* উত্তরবঙ্গ সংবাদ

 
* কৌরব

 
* গণশক্তি

 
* গুরুচন্ডালী

 
* চতূষ্পর্ণী

 
* তিলোত্তমা

 
* নতুন পৃথিবী

 
* বইপাড়া ডট কম

 
* বর্তমান

 
* সংবাদ

 
* সংবাদ প্রতিদিন

 
* সুপ্রভাত

 
* সৃষ্টিসন্ধান

 
* সোনাঝুরি

 
বাংলার বাইরের পত্রিকা

* অনির্বাণ
 
* অভিবাস

 
* সব

 
* এখন সময়

 
* একটি বাংলাদেশ

 
* পত্রিকা

 
* পরবাস

 
* বাংলাদেশ

 
* বাংলা পেপার

 
* বাংলা পোস্ট

 
* পড়শী

 
* প্রিয়বাংলা

 
* মাধুকরী

 
* মানচিত্র

 
* শব্দগুচ্ছ

 
* সুরমা

 
* সৃষ্টি

 
* স্বাপ্নিক

 
* মরুপলাশ

 
* আজকাল

 
* মৌলভীবাজার পত্রিকা

 
* এন ওয়াই বাংলা

 
* ঢাকা পোস্ট

 
* সময়


ইংরেজী দৈনিক পত্রিকাসমূহ

* Bangladesh Today

* Bangladesh SUN


* New Age


* The Daily Star


* The Bangladesh Observer


* The Financial Express


* The Independent


* The News Today


* The New Nation


* 3rdEYE


ইংরেজী সাপ্তাহিক

* Holiday

* Dhaka Courier


ন্যাশনাল নিউজ এজেন্সি

* BSS

* UNB


* NewsNet


* bdnews24


জনপ্রিয় বিদেশী পত্রিকা

* ইউএসই উইকএন্ড (আমেরিকা)
 
* ওয়াশিংটন পোস্ট (আমেরিকা)

 
* পিসি ম্যাগাজিন

 
* পিসি ওয়ার্ল্ড

 
* ফোর্বস

 
* দি আসাহি শিম্বান (জাপান)

 
* দি টাইমস অব ইন্ডিয়া

 
* দি নিউ ইয়র্ক টাইমস (আমেরিকা)

 
* দি লস এঞ্জেলস টাইমস

 
* টাইমস অনলাইন (ইংল্যান্ড)

 
* রিডার্স ডাইজেস্ট

 
* লে মন্ডে (ফ্রান্স)

 
* বিবিসি

 
* সিএনএন

 
* ভয়েস অফ আমেরিকা

 
* ইয়াহু নিউজ

 
* গুগল নিউজ


খবর

যৌনকর্মী মা-বোন-মেয়ে-স্ত্রী?


যৌনকর্মী মা-বোন-মেয়ে-স্ত্রী?

আপনি কি আপনার মা বোন- মেয়ে - স্ত্রী- ভাগ্নী
কাউকেযৌনকর্মী হিসাবে দেখতে চান ?
এমন প্রশ্ন কাউকে করা হলে আশা করি তার উত্তর
আসবে : না পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন : তোমাদের 
দাসিরা সতীত্ব রক্ষা করতে চাইলে দুনিয়ার জীবনের 
সম্পদের লোভে তাদের ব্যভিচারিণী  হতে বাধ্য করো না 
 ( সুরা নূর ; ২৪ : ৩৩ )
 যারা যুদ্ধবন্দী ও ক্রীতদাসী ছিল , তাদেরকেও পতিতা 
বা ব্যভিচারের অবৈধ জীবন বেছে নিতে আল্লাহ নিষেধ 
করেছেন অথচ আজ মুসলিমপ্রধান বাংলাদেশে স্বাধীন 
নারীদেরকে পতিতা হতে উসাহ দেয়া হয় বিভিন্ন সভা
সেমিনারে অনেক বক্তা আছেন যারা পতিতাদের প্রতি 
সহানুভূতি ও ভালবাসার প্রকাশ ঘটাতে , সম্মান দেখিয়ে
তাদের পতিতা নয় বরং যৌনকর্মী বলেন , যেন এই কাজে 
যারা জড়িত তারা অন্য সব পেশার মানুষদের থেকে আলাদা 
কিছু না ও এটি একটি সম্মানজনক পেশা।আগে ঘোষণা দিয়ে
বলুন , আমার মা যৌনকর্মী , তাই আমি জানি না কে আমার 
পিতা ; বলুন : আমার স্ত্রী যৌনকর্মী , তাই আমি জানি না তার 
সন্তানের পিতা কে - আমি অথবা তার অসংখ্য পুরুষ সঙ্গীদের 
যে কেউ , তারপর না হয় পতিতাদের যৌনকর্মী বলুন
যে কাজে আপনিনিজের মা , বোন , স্ত্রীকে দেখতে চান না ,
সেই পেশায় অন্য একজনের মা মেয়েকে আসতে 
বলবেন না ।হ্যাঁ ,মানুষ হিসাবে পতিতা ও তাদের সন্তান 
অবশ্যই দেশের অন্য সব নাগরিকের মত শিক্ষা চিকিসা
ইত্যাদির সুযোগ লাভের অধিকার রাখেন ; কিন্ত্ত আমার প্রশ্ন 
হচ্ছে যারা তাদের প্রতি এই সহানুভূতি জানাচ্ছেন , তাদের আসল উদ্দেশ্য কী ? কেন তারা চান গরীব ঘরের অসহায় মেয়েরা
পতিতা হয়ে যাক ? তারা এটা বন্ধ করার কথা বলেন না বরং পতিতাদের অধিকার সংরক্ষণেরকথা বলেন ? আমি স্তম্ভিত হয়ে
যাই এ কিভাবে সম্ভব ? পতিতা হওয়া কোন মুসলমান নারীর 
অধিকারের মধ্যে পড়ে না । যারা পতিতাদেরকে যৌনকর্মী বলেন , তাদের অধিকারের কথা বলেন , তাদের প্রতি প্রশ্ন : 
আপনারা নিজেরা কি এই পেশায় জড়িত ? আপনি 
কি আপনার মা বোন- মেয়ে - স্ত্রী- ভাগ্নী কাউকে
যৌনকর্মী হিসাবে দেখতে চান ?
আপনার পরিবারের কোন পুরুষ যদি বিয়ে করতে 
চান , তবে কি আপনি পতিতা পল্লীর কোন নারী বা
তার মেয়েকে পাত্রী হিসাবে পছন্দ করবেন ? আপনি
কি জানেন কে আপনার পিতা ? ধরে নিচ্ছি জানেন 
; তাহলে আপনি কেন গরীব ঘরের অসহায় 
মেয়েদের বলছেন তোমাদের সন্তানের
পিতৃ-পরিচয়ের দরকার নেই বা তোমার বাচ্চার 
পিতা কে এটা না জানলেও তোমার বা তোমার 
বাচ্চার চলবে ?আপনি আপনার পিতার নাম জানেন ,
আপনি নিজের বাচ্চাকে শেখাচ্ছেন কে বাবার নাম ,
দাদার নাম ; তাহলে কেন অসংখ্য শিশুকে আপনি এই 
দুনিয়ায় আনতে চান যারা কোনদিনও জানবে না 
বাবার নাম পরিচয় ? আসুন , পতিতাদেরকে মানুষ
হিসাবে তাদের সত্যিকারের অধিকার দেই : আল্লাহ যে পেশা
নিষিদ্ধ করেছেন , সেই পেশা থেকে সরিয়ে এনে 
পরকালের আগুনের হাত থেকে তাদেরকে বাঁচানোর
চেষ্টা করি পেশা হিসাবে পতিতাদের কাজকে 
স্বীকৃতি দিয়ে খামোকা তাদেরকে দোযখের আগুনের
দিকে আর নাই বা ঠেলে দিলেন

বাংলা ভাষায় ইসলামিক ওয়েব সাইটসমুহ

কোরআন শরীফ,বুখারী শরীফ,মুসলিমশরীফ,আবু দাউদ ডাউনলোড করুন

১. কোরআন শরীফ 
২. হাদিস শরীফ
৩. বাংলা কিতাব ( এই সাইটে ইসলামিক বইয়ের বিশাল ভান্ডার রয়েছে)
৪. বিভিন্ন ইসলামিক আর্টিকেল পড়তে হলে ক্লিক করুন।
৫. কোরআন শরীফের এমপি থ্রি ডাউনলোড করতে চাইলে...
৬. ইসলাম পিডিয়া
৭. যাকাত গাইড (কিভাবে যাকাত প্রদান করবেন, যাকাতে নিয়মাবলী ও ক্যালকুলেটরের মাধ্যমে জানতে পারবেন।
৮. ইসলাম হাউজ
৯. ইসলাম নামায ও তাসাউফ শিক্ষা
১০. বিডি ইসলাম.....................
১১. ইসলাম.নেট.কম (বাংলাদেশে ইসলাম চর্চা, দেশ ছেড়ে বিশ্বময়)
১২. মাসিক-আত-তাহরীক (ধর্ম, সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষনা পত্রিকা)
১৩.কোরআন, তাফসির, হাদীস, নামায শিক্ষা, প্রশ্ন-উত্তর ও হামদ ও নাত এর জন্য এই সাইসে ভিজিট করুন।
১৪. হ্জ্জ সম্পর্কে জানতে হলে এই সাইটে ভিজিট করুন।
১৫.ফ্রি বাংলা বই এবং ইসলামিক বই।  
১৬.সহীহ বুখারী,সহীহ মুসলিম ও আবু দাউদ শরীফ।






ইসলামি ভিডিও

 
টনি ব্লেয়ের শালিকা ইসলাম গ্রহণ (ভিডিও

যাকাত 


 ইসলামিক সংগীত
কাবা শরীফে তারাবি নামাজের দৃশ্য
নেপালে মসজিদের মিনার উড়ন্ত দৃশ্য

আলোর ভূবন রক্ত কেন্দ্রে






বিসমিল্লাহির রাহমানির রাহীম
 রাসুল (সা.) ইরশাদ করেন তোমাদের কেউ তার অপর ভাইয়ের উপকার করতে সক্ষম হলে সে যেন তা করে (মুসলিম)

ক্ত দা

আসুন আমরা সবাই

আলোর ভূবন রক্ত কেন্দ্রে

সদস্য nB এবং রক্ত দানের মাধ্যমে নিজেকে
মানব সেবায় নিয়োজিত করি




রক্তদানঃ মানবসেবার অনন্য উপায়
মানব জীবনকে সহজ, জীবনযাত্রার মান উন্নয়ন ও গতিময় করতে বিজ্ঞানের অবদান অনস্বীকার্যবিজ্ঞান হলো নিয়মিত পর্যবেক্ষণ ও গবেষণার দ্বারা লব্ধ প্রণালীবদ্ধ জ্ঞানকোরআন ও হাদিসের সৃষ্টি নিয়ে চিন্তা ও অনুসন্ধিসু দৃষ্টি নিবদ্ধ করতে বলা হয়েছেইরশাদ হয়েছে তারা কি চিন্তা করে না? তারা কি গবেষণা করে না?’ বিজ্ঞানকে ইসলাম স্বাগত জানায়সৃষ্টির রহস্য উদ্ঘাটন ও মানব সেবার জন্য গবেষণা প্রশংসার বিষয়উপরন্তু নেক নিয়তের জন্য প্রতিদানও মিলবেবিজ্ঞান যত উন্নত হবে আল্লাহর কুদরতও তত প্রকাশ পাবে
পার্থিব জীবনের উন্নতিকল্পে সার্বিক বিষয়ের গবেষণার পাশাপাশি সুস্হ সবল থেকে আল্লাহর আনুগত্য করার জন্য চিকিসাবিষয়ক গবেষণা অপরিহার্যইসলাম এ বিষয়কে যথেষ্ট গুরুত্ব দিয়েছেমহানবী (সা.) ইরশাদ করেন আল্লাহতায়ালা প্রতিষেধক ব্যতীত কোনো রোগ সৃষ্টি করেননি, রোগ উপযোগী প্রতিষেধক প্রয়োগ করা হলে আল্লাহর ইচ্ছায় তা নিরাময় হয়(মুসলিম) ইরশাদ হয়েছে তিনি পৃথিবীর সবকিছু তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন(বাকারা ২৯) আল্লাহতায়ালা বিভিন্ন বস্তুর মাঝে নানা উপযোগ সৃষ্টি করে রেখেছেন মানুষকে গবেষণা করে তার ব্যবহার পদ্ধতি বের করে নিতে হবেবিজ্ঞান সমৃদ্ধ হয়ে এ বিষয়টি সহজ হয়ে গিয়েছেঅনুরুপভাবে চিকিসা বিজ্ঞান যত উন্নত হবে মানব সেবা তত নিশ্চিত হবেসমাজের গবেষক চিকিসক শ্রেণী নানাভাবে মানব সেবা করে যাচ্ছেন, এজন্য তারা সাধুবাদ গ্রহণের পাশাপাশি স নিয়ত ও আন্তরিকতা দ্বারা বাহ্যত দুনিয়ার কাজগুলোকেও দ্বীনী কাজে বানিয়ে নিতে পারেন
বিজ্ঞান চিকিসাকে অকল্পনীয় সহজ করে দিয়েছেআল্লাহর বিশেষ রহমতে মুষ্টিমেয় কিছু দুরারোগ্য ব্যাধি ছাড়া সব রোগের চিকিসা আবিষ্কৃত হয়েছেএ ক্ষেত্রে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ এবং তার বিধি-নিষেধের প্রতি বিশেষ লক্ষ্য রাখা প্রয়োজনবিশেষ করে ওষুধ প্রয়োগ ও ব্যবহারের ক্ষেত্রেরাসুল (সা.) ইরশাদ করেন আল্লাহ সব রোগের প্রতিষেধক সৃষ্টি করেছেন, সুতরাং তোমরা চিকিসা গ্রহণ কর এবং চিকিসা গ্রহণে হারাম বস্তু ও পন্হাকে বর্জন কর (আবু দাউদ) এ ক্ষেত্রে চিকিসকের সুবিবেচনা কাম্যঅবশ্য অনন্যোপায় হলে জীবন রক্ষার্থে হারাম বস্তুও প্রয়োজন মতো হালাল হিসেবে গণ্য হয়
সম্প্রতি চিকিসা বিজ্ঞানে রক্তের ব্যবহার ব্যাপকরক্ত দান এবং জীবন রক্ষায় রক্ত অপরিহার্য উপাদানরক্ত শুন্যতার জন্য রক্ত গ্রহণের যেমন বিকল্প নেই তদ্রুপ রক্তের চাহিদা পুরণের জন্য রক্ত দেয়া ইসলামের দৃষ্টিতে এটি পূণের কাজ এবং রক্ত বিক্রয় করা হারামতবে বিনামুল্যে রক্ত না পেলে রোগীর জন্য রক্ত ক্রয় করা বৈধ, কিন্তু এতে বিক্রেতা গুনাহগার হবে ডাক্তারি গবেষণা মতে সুস্হ-সবল মানুষ তিন মাস অন্তর অন্তর রক্ত দান করতে পারে, এতে শারীরিক কোনো ক্ষতি হয় নারাসুল (সা.) ইরশাদ করেন তোমাদের কেউ তার অপর ভাইয়ের উপকার করতে সক্ষম হলে সে যেন তা করে (মুসলিম) তাই আমার রক্তের বিনিময়ে এক ভাইয়ের জীবন রক্ষা পেলে আগ্রহ চিত্তেই তা দেয়া উচিতরক্তের সমাহীন চাহিদা পুরণের জন্য ব্লাড ব্যাংকের ব্যবস্হা করা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি গ্রহণ করা একটি কার্যকর উদ্যোগ হতে পারে নাগরিক সচেতনতা গড়ে তোলার জন্য এ বিষয়ক প্রচার, সেমিনার এবং ব্লাড ডোনেশন দের মতো সচেতনতামলক পদক্ষেপ প্রশংসনীয়
রক্তদানে ক্ষতি নেই
দেশের একটি বড় জনগোষ্ঠী বিভিন্ন ধরনের ভ্রান্তি ধারণা থেকে রক্তদানে আগ্রহী নয় অথচ একটু সচেতন হলে রক্তের অভাবে কোনো লোক মারা যাবে নারক্ত দিতে খুব একটা সাহসের প্রয়োজন হয় না, আবার রক্ত দান করা নায়কি কাজও নয়, তবে এটি মহ কাজআমাদের এক ব্যাগ রক্ত হাসি ফোটাতে পারে একজন মায়ের, একজন বাবার, একজন স্ত্রীর, একজন সন্তানেরহয়তো আমাদের রক্তে বেঁচে যেতে পারে একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিতাই আসুন একটু সচেতন হই, স্বেচ্ছায় রক্ত দান করি, ধরে রাখি হাসি-আনন্দ
রক্তদাতার করণীয় বা রক্তদাতার যোগ্যতা
রক্ত দান করতে হলে কিছু যোগ্যতার প্রয়োজন হয়রক্ত দান করতে হলে রক্তদাতার বয়স আবশ্যই ১৮-৫৭ বছর ও ওজন কমপক্ষে ৪৮ কেজি এবং তাকে সুস্থ হতে হবে রক্তদাতার যদি কয়েক মাসের মধ্যে কোনো বড় ধরনের অপারেশন না হয়; জন্ডিস, ম্যালেরিয়া-জাতীয় কোনো অসুখ না হয় এবং রক্তসংক্রান্ত কোনো অসুখে না ভোগেন, তাহলেই তিনি রক্ত দান করতে পারবেনরক্তদানের সময় রক্তদাতার প্রেসার অবশ্যই স্বাভাবিক থাকতে হবেএসব ঠিক থাকলেই কেবল একজন ব্যক্তি রক্ত দান করতে পারেমহিলাদের মধ্যে যারা গর্ভবতী নন এবং যাদের মাসিক চলছে না
রক্তদাতার লাভ
রক্তদান কেন্দ্রের মাধ্যমে রক্ত দিলে পাঁচটি পরীক্ষা সম্পূর্ণ বিনা খরচে করে দেওয়া হয়, যা বাইরে করলে খরচ লাগবে প্রায় তিন হাজার টাকার মতোসেগুলো হলো_এইচআইভি/এইডস, হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, ম্যালেরিয়া ও সিফিলিসতা ছাড়া রক্তের গ্রুপও নির্ণয় করা হয় স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে আপনি জানতে পারেন আপনার শরীর রক্তবাহিত মারাত্মক রোগ যেমন-হেপাটাইটিস-বি,এইডস, সিফিলিস ইত্যাদির জীবাণু বহন করছে কিনা স্বেচ্ছায় রক্তদানে মানসিক প্রশান্তি আসে
রক্তদানে ধর্মে বাধা নেই      
রক্তদানের ব্যাপারে ধর্মে কোনো বাধা নেইতবে রক্ত বিক্রয় বৈধ নয়ডাক্তারি গবেষণা মতে, সুস্থ-সবল মানুষ প্রতি তিন মাস পরপর রক্ত দান করতে পারে, এতে শারীরিক কোনো সমস্যা হয় না রক্তদান একটি মহ কাজকারণ রক্ত কোনো ফ্যাক্টরিতে উপাদন হয় না, একজন মানুষই কেবল আরেকজনকে দিতে পারেবাংলাদেশে বর্তমানে রক্তের চাহিদা রয়েছে প্রায় আড়াই লাখ ব্যাগ, জোগান রয়েছে মাত্র এক লাখ ৭০ হাজারেররক্তের চাহিদা পূরণের জন্য নিজে নিয়মিত স্বেচ্ছায় রক্ত দান করা এবং রক্তদান কর্মসূচি গ্রহণ একটি কার্যকরী উদ্যোগ হতে পারে
রক্তদান ও রক্ত দানের পর
রক্তদাতার শারীরিক তাপমাত্রা, রক্তচাপ, নাড়ীর গতি পরীক্ষা করা হয় এবং রক্তদাতার রক্ত জীবানুমুক্ত কি না তা জানার জন্য সামান্য রক্ত নেয়া হয়এছাড়া এই রক্তের মাধ্যমে রোগী রক্তদাতার রক্তের মধ্যে কোন জমাটবদ্ধতা সুষ্টি হয় কি না তাও পরীক্ষা করা হয় (ক্রসম্যাচিং) রক্ত পরীক্ষার পর কারও রক্তে এইডস, হেপাটাইটিস-বি, হেপাটাইটিস -সি, সিফিলিস বা অন্য কোন জীবানুর উপস্থিতি ধরা পরলে তাকে (রক্তদাতা) প্রয়োজেনীয় ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেয়া হয়সূঁচের অনুভূতি পাওয়ার মাধ্যমে রক্তদান প্রক্রিয়া শুরু হয়এতে সময় লাগে সবোর্চ্চ ১০ মিনিটরক্তদানের পূর্বে অবশ্যই খেয়াল রাখতে হবে- যথেষ্ট বাতাস চলাচলের ব্যবস্থারক্তদাতা প্রয়োজন মনে করলে বিশুদ্ধ পানি পান করতে পারে রক্তদানের সময় মাথা- শরীর সমান্তরাল থাকতে হবেদূর হতে রক্ত দিতে এলে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবেরক্ত দান করার পরে অবশ্যই নুন্যতম ৫ মিনিট শুয়ে থাকতে হবে। [রক্তের প্রবাহ সমগ্র শরীরে স্বাভাবিক হবার জন্য এটা অতীব জরুরী]সাধারণত রক্তদান করার পর অতিরিক্ত দামী খাবার গ্রহনের প্রয়োজন নেইতবে রক্তদানের পর সপ্তাহ খানেক স্বাভাবিক খাবারের পাশাপাশি অন্যান্য সময়ের দ্বি-গুণ পানি পান করতে হবেকেননা একজন রক্তদাতা যেটুকু রক্ত দান করেন [সাধারণত ১ পাউন্ড] তার প্রায় ৬০ ভাগ ঐ সময়ের মধ্যে পূরণ হয় শুধু লোহিত রক্ত কণিকা পূরণ হতে ৯০ দিন বা মাস সময় নেয়রক্তদানের পর অবশ্যই তারিখ মনে রাখতে হবে। [প্রায় সব প্রতিষ্ঠানেই কার্ড সরবরাহ করে]বেশিরভাগ রক্ত দাতাই রক্তদানের পর কোন সমস্যা অনুভব করেন না তবে কিছু কিছু ক্ষেত্রে রক্তদাতা তলপেটে ব্যাথা, দূবর্লতা, মাথা ঘোরা, সূঁচ প্রবেশের স্থানে ক্ষত লালচে দাগ এবং ব্যাথা অনুভব করতে পারেনসামান্য কিছু ক্ষেত্রে রক্তদাতা জ্ঞান হারাতে পারে বা মাংসপেশীতে খিচুনি ধরতে পারেতবে বেশির ভাগ ক্ষেত্রে এসব সমস্যা ৪৮ ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায়, কোন ঔষধের প্রয়োজন হয়না

রক্ত দান সম্পর্কে পরামর্শ

রক্ত দান করার ৩ ঘন্টা আগে একটা ভাল পরিপূর্ণ খাবার খান রক্তদানের পরে আপনাকে যে অল্পাহার দেওয়া হয় সেটা গ্রহণ করুন, আপনার সেটা খাওয়া অপরিহার্যপরে একটা ভাল পরিপূর্ণ খাবার খেতে আপনাকে পরামর্শ দেওয়া হয়
রক্তদানের আগের দিন ধূমপান করবেন না রক্তদানের ৩ ঘন্টা পরে ধূনপান করতে পারেন
আপনি রক্তদান করার উপযুক্ত বিবেচিত হবেন না যদি রক্তদানের ৪৮ ঘন্টা আগে মদ্যপান করে থাকেন
          
রক্তদান সম্পর্কে ভুল ধারনা
রক্তদানের পরে আমি নিঃশেষিত এবং দু্বল বোধ করব” – আপনি নিঃশেষিত বা দু্র্বল বোধ করবেন না যদি আপনি তরল পান করতে থাকেন এবং একটা ভাল খাবার খান
আমি স্বাভাবিক কাজকর্ম করতে পারবো না” – আপনি আপনার সব স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন, যদিও আপনাকে সেটা না করতে পরামর্শ দেওয়া হয়
আমার রক্ত কম হয়ে যাবে” – ডাক্তার যদি পনাকে রক্তদানের যোগ্য বিবেচনা করে, রক্তদানের পরেও আপনার উদ্বৃত্ত রক্ত থাকবে
 “রক্তদানের সময় ব্যাথা লাগবে” – না, আপনার কোন ব্যাথা বোধ হবে না
আমার মাথা ঘোরাবে এবং অজ্ঞানও হয়ে যেতে পারি” – রক্তদান করে আপনি অজ্ঞান হবেন না বা অস্বস্তি বোধ করবেন না
আমার এইড্‌স হতে পারে” – না! নিশ্চিত করুন যে একবার ব্যাবহার করে নষ্ট করে ফেলার সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে কি না।
আমার রক্ত সাধারণ, আমার মনে হয় না তার কোন চাহিদা থাকবে” – সেইজন্যই আপনার ধরণটা জন্য বিরল ধরণের চেয়ে বেশী চাহিদা থাকবে
রক্ত-তথ্য
রক্ত হচ্ছে জীবনী-তরল যা শরীরের হৃযন্ত্র, ধমনী শিরা সুক্ষ উপশিরাসমূহ দিয়ে সঞ্চালিত হয়|
রক্ত শরীরে পুষ্টি উপাদান, ইলেক্ট্রোলাইট, হরমোন, ভিটামিন, এ্যান্টিবডি, উত্তাপ এবং অক্সিজেন বহণ করে|
রক্ত শরীর থেকে বর্জ্য এবং কার্বন ডাই অক্সাইড বহণ করে বার করে দেয়|
রক্ত সংক্রমণের সাথে লড়াই করে এবং ক্ষত সারাতে ও আপনাকে স্বস্থ্য রাখতে সাহায্য করে|
আপনার শরীরের ওজনের প্রায় 7% হচ্ছে রক্ত|
একটা নবজাত শিশুর শরীরে প্রায় এক কাপ রক্তথাকে |
রক্তের শ্বেতকণিকা সংক্রমণের সাথে লড়ার জন্য শরীরের প্রধাণ প্রতিরোধক
গ্র্যানুলসাইটস্‌, একধরণের শ্বেতকণিকা, রক্তবাহক দিয়ে সঞ্চালিত হয়ে ব্যাকটেরিয়া খোঁজে এবং ধ্বংস করে
রক্তের লোহিতকণিকা শরীরের অঙ্গপ্রত্যঙ্গে অক্সিজেন বহণ করে
দুই থেকে তিন ফোঁটা রক্তে প্রায় এক বিলিয়ন্ রক্তকোষ থাকে
সঞ্চালণ প্রক্রিয়ার মধ্যে রক্তের লোহিতকণিকা প্রায় 120 দিন বেচে থাকে
রক্তের প্লেটলেট রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং লিউকেমিয়া বা অন্য ক্যান্সারের রোগীদের একটা বাঁচার সুযোগ করে দেয়
কেন রক্তদান করবেন
রক্ত হচ্ছে জীবনী-তরল যা জীবনের ভিত্তি রক্ত60% তরল এবং 40% কঠিন অং থাকেতরল অংশকে বলা হয় প্লাজ়মা, যা 90% জল এবং 10% পুষ্টি উপাদান, হরমোণ ইত্যাদি থাকে যা সহজেই খাদ্য, অষুধ ইত্যাদি দ্বারা পরিপূরণ হয় কিন্ত কঠিন অংশ যাতে আরবিওসি (লোহিত রক্তকণিকা), ডব্লিউবিসি (শ্বেতক্কণিকা)এবং প্লেটলেট থাকে, একবার নষ্ট হলে পরিপূরণ হতে অনেক সময় লাগেএখানেই আপনার গুরুত্বপরিপূরণের জন্য রোগীর দেহ যে সময় নেয় তার মধ্যে রোগীর মৃত্যুও হতেপারেকখনো কখনো দেহ পরিপূরণ করার মত অবস্থাতে থাকেও নাআপনি জানেন যে রক্ত বানানো যায় না, দান করতে হয়তার মানে রক্ত লাগবে এমন ব্যাক্তির প্রা আপনিই বাঁচাতে পারেন     







 একজন স্বাভাবিক মানুষের ওজন কত হওয়া উচি
মিটার
ফুট
স্বাভাবিক ওজন
সামান্য স্থুল
বেশি স্থুল
১.৪৫
৪.৯
৪২-৫৩
৬৩
৮৪
১.৪৮
৪.১০
৪৪-৫৫
৬৬
৮৮
১.৫০
৪.১১
৪৫-৫৫
৬৮
৯০
১.৫২
৫.০
৪৬-৫৮
৬৯
৯২
১.৫৪
৫.১
৪৭-৫৯
৭১
৯৫
১.৫৬
৫.২
৪৯-৬১
৭৩
৯৭
১.৬৮
৫.৩
৫১-৬৪
৭৭
১০২
১.৬০
৫.৪
৫২-৬৬
৭৯
১০৫
১.৬২
৫.৫
৫৬-৭১
৮৫
১১৩
১.৭০
৫.৭
৫৮-৭২
৮৭
১১৬
১.৭২
৫.৮
৫৯-৭৪
৮৯
১১৮
১.৭৬
৫.৯
৬২-৭৭
৯৩
১২৪
১.৭৮
৫.১০
৬৩-৭৯
৯৫
১২৭
১.৮০
৫.১১
৬৫-৮১
৯৭
১৩০
১.৮২
৬.০
৬৬-৮৩
৯৯
১৩২


























Blogger দ্বারা পরিচালিত.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews